প্রচ্ছদ ›› অপরাধ

আমি নেশা করি না, শুধু একটু গাঁজা খাই

দিনাজপুর প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২২ ১৩:১০:৩২ | আপডেট: ৩ years আগে
আমি নেশা করি না, শুধু একটু গাঁজা খাই
ছবি- সংগৃহীত

‘আমি নেশা করি না, শুধু একটু গাঁজা খাই। একটু বেশি করেই গাঁজা রেখেছিলাম বাড়িতে।’ কথাগুলো বলছিলেন আর হাসছিলেন গাঁজাসহ আটক কামাল হোসেন। ক্যামেরার ফ্ল্যাশ আর ক্লিকেও যেন ভ্রুক্ষেপ নেই। এমন অবস্থায় উপস্থিত সাংবাদিক পুলিশ, সাধারণ মানুষ সবাই হো হো করে হেসে দেয়।

সোমবার রাতে প্রায় আধা কেজি গাঁজাসহ কামাল হোসেনকে আটক করে পুলিশ। তিনি চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়নের ইছামতি ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ। তিনি জানান, কামালকে ৪৫০ গ্রাম গাঁজাসহ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

হাসির বিষয়ে ওসি বলেন, আটকের পর কামাল শুধুই হাসছিল। মনে হচ্ছিল—ওর কোনো পিছুটান নেই, অথচ তাঁর বাড়িতে সবাই আছে।’

হাসির বিষয়ে কামাল বলেন, ‘গাঁজা খাই, অল্প অল্প করে কিনতে হয়। তাই বেশি করে গাঁজা কিনে বাড়িতে রেখে দিই। এটা নিয়ে মিথ্যা বলব না। এবার বাড়িতে রাখতেই আমাকে এসে ধরল পুলিশ।’