উল্টো পথে আসা মোটরসাইকেল আরোহীর কাগজপত্র দেখতে চাওয়ায় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাকে উদ্ধার করতে আসা আরও দুই পুলিশ সদস্যকেও মারধর করা হয়।
মঙ্গলবার সকাল ১০টার দিকে জুরাইন রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে শ্যামপুর থানা পুলিশ গিয়ে ওই ৩ পুলিশ সদস্যকে উদ্ধার করে।
আহত সার্জেন্ট আলী হোসেনের হাতে ২১টি সেলাই দিতে হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজারবাগ পুলিশ হাসপাতালে নেয়া হয়েছে।
এ ঘটনায় মোটরসাইকেল চালক এবং ওই নারী যাত্রীসহ তিনজনকে আটক করে থানায় নেয়া হয়েছে। আটককৃতরা হলেন, মোটরসাইকেল চালক বার্তা বিচিত্রা নামক পত্রিকার সাংবাদিক পরিচয় দেয়া মো. রনি, তার স্ত্রী ইয়াসিন জাহান নিশাত ভুইয়া ও শ্যালক ইয়াসির আরাফাত ভুইয়া। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
দ্য বিজনেস পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) শাহ ইফতেখারুল আলম বলেন, আহত সার্জেন্ট আলী হোসেন এখনও শঙ্কামুক্ত নন।