সাভারে এক দিনে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিভিন্ন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতদের মধ্যে- সিটি ইউনিভার্সিটির স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহিন ইসলাম (২২) ও গার্মেন্টস শ্রমিক সুমি আক্তারের নাম জানা গেছে। অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, গতকাল রাতে সাভারের গেন্ডা এলাকায় নিজ বাড়িতে শাহিনের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় পরিবারের সদস্যরা। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
অপরদিকে হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় নিজ ভাড়া বাসা থেকে গার্মেন্টস শ্রমিক সুমি আক্তারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা তদন্ত করছে পুলিশ। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
এ ছাড়া ঢাকার ধামরাইয়ের শ্রীরামপুর থেকে আরেক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।