প্রচ্ছদ ›› অপরাধ

এবার কুকিং মেশিনে কয়েল বানিয়ে স্বর্ণ পাচার!

নিজস্ব প্রতিবেদক
২৮ ডিসেম্বর ২০২২ ১৮:৫৯:৩৬ | আপডেট: ২ years আগে
এবার কুকিং মেশিনে কয়েল বানিয়ে স্বর্ণ পাচার!

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় আড়াই কেজি স্বর্ণ জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা।

বুধবার এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে আসা জসিম উদ্দিন নামের এক যাত্রীকে তল্লাশি করে স্বর্ণগুলো জব্দ করা হয়।

জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৬৭ লাখ ৩৯ হাজার ৯৩১ টাকা।

বিমানবন্দর সূত্রে জানা যায়, এয়ার এরাবিয়ার জি৯-৫২৬ ফ্লাইট যোগে শারজাহ থেকে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান জসিম উদ্দিন। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালায় এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম। এসময় তার কাছ থেকে আনুমানিক ২.০৯ কেজি ওজনের স্বর্ণের বার ও ১০০ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ২ কেজি ৪২৩ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। একইসঙ্গে তার কাছ থেকে বিপুল পরিমাণ কসমেটিক্স উদ্ধার করা হয়।

বিষয়টি বিজনেস পোস্টকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তাসলিম আহমেদ।

তিনি জানান, স্বর্ণগুলো একটি কুকিং মেশিনের ভিতরে কয়েলে রূপান্তর করে চোরাচালানের চেষ্টা করেছিলেন জসিম উদ্দিন নামের ঐ যাত্রী। পরবর্তীতে কুকিং মেশিনের ভেতর থেকে কয়েলগুলো খুলে বের করে পরীক্ষার মাধ্যমে স্বর্ণ নিশ্চিত হয় আমরা।

এ ঘটনায় অভিযুক্ত জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।