আরব বাংলাদেশ (এবি) ব্যাংকের প্রধান কার্যালয়ের এভিপি আমিনুল ইসলাম ও ব্যাংকটির সাতক্ষীরা শাখার ব্যবস্থাপককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত।
বুধবার এবি ব্যাংকের কর্মকর্তাদের আবেদনের শুনানি করে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
আদালতে এবি ব্যাংকের কর্মকর্তাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম।
তিনি জানান,আমরা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন করেছিলাম। চেম্বার বিচারপতি হাইকোর্টেই হাজির হতে বলেছেন। হাইকোর্টের আদেশ স্থগিত করেননি।
এর আগে আদালতের আদেশের পরও সাতক্ষীরার ব্যবসায়ী সফিউর রহমানকে ঋণ সংক্রান্ত ব্যাংক স্টেটমেন্ট প্রদান না করায় মঙ্গলবার হাইকোর্ট গুলশান ও সাতক্ষীরা সদর থানা পুলিশকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলেন। হাইকোর্ট তাদেরকে গ্রেপ্তার করে আগামী ৫ জুন হাইকোর্টে হাজির করতে বলেন।