প্রচ্ছদ ›› অপরাধ

কক্সবাজারে ‘টর্চার সেলে’ পর্যটক নির্যাতন, চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
১৬ আগস্ট ২০২২ ০৯:৪১:৩০ | আপডেট: ৩ years আগে
কক্সবাজারে ‘টর্চার সেলে’ পর্যটক নির্যাতন, চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩

কক্সবাজার শহরে হোটেল-মোটেল জোনে ‘টর্চার সেলে’ জিম্মি রেখে পর্যটক নির্যাতনের ঘটনায় জড়িত দালাল চক্রের মূলহোতা আব্দুল মালেককে (৩০) গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ। রোববার সকাল ৮টার দিকে কক্সবাজার পয়েন্টের নীলিমা রিসোর্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, রোববার মধ্যরাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের নীলিমা রিসোর্টের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে শনিবার মধ্যরাতে সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে দুই জনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ৮ অগাস্ট কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকা সংলগ্ন আবাসিক কটেজ জোন এলাকায় একটি নির্যাতন কেন্দ্রের (টর্চার সেল) সন্ধান পায় পুলিশ। এ সময় কটেজ ব্যবসার আড়ালে টর্চার সেলে জিম্মি রাখা দুই পর্যটক ও দুই কিশোরকে উদ্ধার করে পুলিশ। পরে সাইনবোর্ডবিহীন ‘শিউলি রিসোর্ট’ নামের ওই আবাসিক কটেজে তল্লাশি চালিয়ে নির্যাতন চালানো ও ‘আপত্তিকর কাজে’ ব্যবহৃত বেশ কিছু উপকরণ জব্দ করা হয়।

ঘটনার পরদিন (৯ অগাস্ট) সকালে ভুক্তভোগী আব্দুল্লাহ আল মামুনের বাবা মো. বেলাল আহমেদ বাদী হয়ে অজ্ঞাতনামা ১১ জনকে আসামি করে কক্সবাজার থানায় মামলাটি দায়ের করেন।