প্রচ্ছদ ›› অপরাধ

কারাগারে ফাঁসির আসামির আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
০৮ জুন ২০২২ ১০:০২:১৬ | আপডেট: ৩ years আগে
কারাগারে ফাঁসির আসামির আত্মহত্যা

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে গোলাম মোস্তফা নামের এক ফাঁসির আসামি আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার রাতে কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল এ তথ্য জানান।

আব্দুল জলিল বলেন, কারাগারের কনডেম সেলের বাথরুমের ভেতর গিয়ে ভেন্টিলেটরের রডের সঙ্গে গলায় প্যান্টের ডুরি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন গোলাম মোস্তফা। এসময় আরও দুই বন্দি তাকে উদ্ধার করেন। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহতের বাড়ি মাদারীপুরের শিবচর থানার উতরাইল গ্রামে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

গোলাম মোস্তফা ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে’ ডেমরা থানার একটি মামলায় গ্রেপ্তার হন। পরে আদালত তার মৃত্যুদণ্ডের রায় দেন।

২০২১ সালের ১১ জুলাই তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।