কিশোর গ্যাংদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করতে কমিউনিটি পুলিশের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। তিনি বলেন, এই ধরনের কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ড সমাজে বিরূপ প্রভাব ফেলছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা দরকার।
শনিবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে কমিউনিটি পুলিশিং দিবস-২০২২ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, কোভিড-১৯ মহামারি চলাকালীন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় তরুণদের হাতে কোনও কাজ ছিল না। সেই সুযোগে কিশোর গ্যাং তৈরি হয়েছে।
মন্ত্রী বলেন, কমিউনিটি পুলিশিংয়ের কাজ হচ্ছে সমাজে অপরাধ সংঘটিত হওয়ার আগেই অপরাধীদের চিহ্নিত করা। অপরাধীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা। এ ক্ষেত্রে আমরা শতভাগ সফল হয়েছি।
তিনি আরও বলেন, কমিউনিটি পুলিশিংয়ের ফলে সমাজে বাল্যবিবাহ ও ইভটিজিং অনেক কমে গেছে। কিশোর গ্যাংয়ের অপরাধ মোকাবিলায় কমিউনিটি পুলিশিং করা উচিত
তিনি বলেন,‘অবৈধ মাদকের মতো কিছু চ্যালেঞ্জ এখনো আছে...মাদক নিয়ন্ত্রণে আমাদের আরও কিছু করতে হবে।’
তিনি আরও বলেন, ‘যখন আমরা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলাম, তখন প্রধানমন্ত্রী সর্বস্তরের সাধারণ মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান... সেই সময়ে আমরা অভূতপূর্ব সাফল্য দেখেছি। মানুষ যেখান থাকে সেখানে কিছুই অসম্ভব নয়’।
দেশে জঙ্গিবাদ মোকাবিলায় সরকার সফল হয়েছেন বলে উল্লেখ করেন মন্ত্রী।