ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মধুগঞ্জ বাজার এলাকায় বৃদ্ধ এক ক্রেতাকে মারধরের অভিযোগে মীনা বস্ত্র বিতান নামে এক ব্যবসা প্রতিষ্ঠানকে সিলগালা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়।
গত ১৪ এপ্রিল ২০২৩ তারিখ পন্যের দাম নিয়ে এক বৃদ্ধ ক্রেতাকে মারধরের অভিযোগ উঠে কালীগঞ্জ শহরের মীনা বস্ত্র বিতানের মালিকের বিরুদ্ধে। এরপর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভূক্তভোগী ক্রেতার নাম নজরুল ইসলাম এবং তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা।
অভিযুক্ত প্রতিষ্ঠান মীনা বস্ত্র বিতান থেকে ঐ দিন বাচ্চাদের পোশাক ক্রয়ের সময় দাম জিজ্ঞেস করলে বিক্রেতা তার মূল্য ৪০০ টাকা জানান। তখন ভূক্তভোগী ক্রেতা দরদাম করতে তা ২৫০ টাকা বললে উক্ত ব্যবসায়ী ক্ষিপ্ত হয়ে ক্রেতাকে মারধর করেন বলে অভিযোগ উঠে।
বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে অধিকতর তদন্তের জন্য গত ১৬ এপ্রিল ২০২৩ তারিখ সকাল ১১ টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহের জনাব সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান উক্ত প্রতিষ্ঠানকে সিলগালা করেন এবং আগামী ২৭ এপ্রিল পর্যন্ত তা বন্ধ রাখার নির্দেশ দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব মো: আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক জনাব মো: এমদাদুল ইসলাম এবং কালীগঞ্জ উপজেলার ক্যাবের সাধারণ সম্পাদক জনাব শিবু পদ বিশ্বাসসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।