প্রচ্ছদ ›› অপরাধ

গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

ইউএনবি নিউজ
০৭ নভেম্বর ২০২৩ ১৪:৩৩:০৬ | আপডেট: ৬ মাস আগে
গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

গাজীপুরে গার্মেন্টস ফ্যাক্টরিসহ বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ছাত্রদল নেতা রিপন হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ বিষয়ে মঙ্গলবার (৭ নভেম্বর) গাজীপুর মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মহানগর পুলিশ কমিশনার মো. মাহবুব আলম বলেন, ‘বিভিন্ন ফুটেজ ও স্থিরচিত্র পর্যালোচনা করে দেখা গেছে, জেলার সফিপুর ও কোনাবাড়ীর একাধিক পোশাক কারখানায় কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিপন হোসেনের নেতৃত্বে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়।’

তিনি আরও বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিকে পুঁজি করে দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য তার নেতৃত্বে এসব অপরাধ করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হয়।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, পুলিশের চৌকস টিম অনুসন্ধান করে গতকাল তাকে ঢাকার হাজারীবাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে। তাকে আদালতে পাঠিয়ে আরো বিস্তারিত তথ্য উদঘাটন করতে ১০দিনের রিমান্ডের আবেদন করা হবে।