প্রচ্ছদ ›› অপরাধ

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভে পুলিশের টিয়ার শেল নিক্ষেপ

গাজীপুর প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৩ ১৫:১০:৫৮ | আপডেট: ৬ মাস আগে
গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভে পুলিশের টিয়ার শেল নিক্ষেপ

মূল বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের গার্মেন্টস কারখানার শ্রমিকরা আজও বিক্ষোভ অব্যাহত রেখেছেন।

সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে শিল্প পুলিশ ও বাসন থানার পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম সাংবাদিকদের বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, শ্রমিকদের ভাঙচুর না করে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকার টিএম ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে আশপাশের কারখানার শ্রমিকরা এতে যোগ দেন।

বর্তমানে আন্দোলনরত শ্রমিকরা মহাসড়কের চারপাশে অবস্থান নিয়েছেন।