রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার চাপায় শিশুসহ পাঁচজন নিহতের ঘটনায় অভিযুক্ত ক্রেন চালক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীসহ ৯ জনকে আটক করেছে র্যাব।
ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব সদরদপ্তরের (মিডিয়া উইং) এএসপি ইমরান খান।
তিনি বলেন, দুর্ঘটনার ঘটনায় দায়ের করা মামলায় এলিট ফোর্স চালকের সহকারী, ঠিকাদার প্রতিষ্ঠানের একজন নিরাপত্তা প্রহরীসহ ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট থেকে মোট নয় জনকে গ্রেপ্তার করেছে।
সোমবার বিকালে উত্তরা এলাকায় নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের একটি গার্ডার প্রাইভেটকারের ওপর পড়ে গেলে দুই শিশুসহ পাঁচজন নিহত হয়।
আরও পড়ুন- গার্ডার দুর্ঘটনা: নিহতদের ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
পুলিশ জানায়, দুর্ঘটনার পর গাড়ির দুই আরোহী গুরুতর আহত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হয় এবং তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা হলেন-হৃদয় (২৬) ও রিয়া মনি (২১)।
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক ইয়াসিন গাজী জানান, নিহতরা হলেন রুবেল (৫০), ফাহিমা (৪০), তার বোন ঝর্ণা (২৮) এবং ঝর্ণার দুই শিশু জান্নাত (৬) ও জাকারিয়া (২)।
পুলিশ জানায়, বিকাল সাড়ে ৪টার দিকে গাজীপুর প্যারাডাইস টাওয়ারের সামনে বক্সগার্ডার ওঠানোর সময় ভারসাম্য রাখতে না পারায় বহনকারী ক্রেন একদিকে কাত হয়ে যায়। তখন এক্সপ্রেসওয়ের গার্ডারটি গাজীপুরগামী একটি প্রাইভেটকারের ওপর পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।