প্রচ্ছদ ›› অপরাধ

গুলিস্তানে বিকল্প বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
০৬ নভেম্বর ২০২৩ ১৬:৫৩:২৯ | আপডেট: ১ year আগে
গুলিস্তানে বিকল্প বাসে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে বিকল্প অটো সার্ভিস বাসে আগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ২টা ৫ মিনিটের দিকে গুলিস্তান বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটের সামনে বাসে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

বিএনপি- জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দলের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দফার আজ দ্বিতীয় দিনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাজধানীর গুলিস্তানে বিকল্প পরিহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে শীর্ষ নেতারা বক্তব্য শেষ করার আগেই পুলিশের টিয়ারগ্যাস, গুলি, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপসহ নেতাকর্মীদের সঙ্গে তুমুল সংঘর্ষ হয়। হামলার প্রতিবাদে মহাসমাবেশ থেকে পরের দিন ২৯ অক্টোবর দেশব্যাপী সর্বাত্মক হরতালের ডাক দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ওই কর্মসূচির পর এক দিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন সারাদেশে সড়ক, রেল ও নৌপথে অবরোধ পালন করে দলটি। এরপর গত রোববার থেকে ৪৮ ঘণ্টার টানা অবরোধ কর্মসূচি শুরু হয়, যা শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার সকাল ৬টায়।