প্রচ্ছদ ›› অপরাধ

গ্রেনেড উদ্ধার মামলায় জেএমবি সদস্যের সাড়ে ৫ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল ২০২২ ১৭:৩৪:১৪ | আপডেট: ৩ years আগে
গ্রেনেড উদ্ধার মামলায় জেএমবি সদস্যের সাড়ে ৫ বছর কারাদণ্ড

চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার একটি বাড়ী থেকে ১০টি তাজা গ্রেনেড উদ্ধার মামলায় জেএমবি সদস্য রকিবুল হাসান জনিকে পাঁচ বছর ৬ মাস কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

মঙ্গলবার দুপুরে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিমের আদালত এ রায় দেন।

আসামি রাকিবুল হাসান কুমিল্লার মুরাদনগর উপজেলার কোদালা কাটা এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে। তার ছদ্মনাম সালাহ উদ্দিন আয়ুবী, আবু তাছিব আল বাঙালী ও হাসান।

রায় ঘোষণাকালে আসামি রকিবুল হাসান আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাকে কারাগারে পাঠানো হয়।

সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের পিপি মনোরঞ্জন দাশ বলেন, সদরঘাটের একটি বাড়ি থেকে ১০টি তাজা গ্রেনেড উদ্ধারের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে মামলা হয়। মামলায় ছয় পুলিশ সদস্য ও ভবন মালিকসহ সাত জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। এ মামলার একটি ধারায় আদালত পাঁচ বছর, অন্য আরেকটি ধারায় ছয় মাস কারাদণ্ড দিয়েছেন আসামি রাকিবুল হাসানকে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১ জানুয়ারি সদরঘাটের শুভপুর বাস স্ট্যান্ডের মিনু ভবন থেকে ১০টি তাজা গ্রেনেড উদ্ধারসহ রকিবুল হাসানকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম ইউনিট। পাশাপাশি তার কাছ থেকে দুটি সুইসাইড ভেস্ট, দুটি মোবাইল ফোনসেট, দুটি হাতে আঁকা মানচিত্র উদ্ধার করা হয়। একটিতে সদরঘাট থানা এবং অন্যটিতে সদরঘাট থানার আশপাশের এলাকাসহ সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ছক আঁকা ছিল।