প্রচ্ছদ ›› অপরাধ

চকবাজারে অগ্নিকাণ্ড : হোটেল মালিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
১৬ আগস্ট ২০২২ ১৩:৪৮:২৫ | আপডেট: ৩ years আগে
চকবাজারে অগ্নিকাণ্ড : হোটেল মালিক গ্রেপ্তার

রাজধানীর চকবাজারের দেবীদাস লেন এলাকায় আগুনের ঘটনায় ফকরুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। যে হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তিনি সে হোটেলের মালিক।

মঙ্গলবার তাকে লালবাগের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। লালবাগ থানার উপপরিদর্শক রাজীব কুমার সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি জানান, ৩০৪ এর ক ও ৩৪ ধারায় একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তাচ্ছিল্যভাবে গ্যাস সিলিন্ডার রাখা, যার ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গতকাল সোমবার রাজধানীর চকবাজারের দেবী ঘাটের আগুনের ঘটনায় ছয়জন নিহত হয়েছে। সবাই স্থানীয় বরিশাল হোটেলের কর্মচারী। দুপুর ১২টার দিকে আগুন লাগে। পরে দুপুর ২টা ২০ মিনিটে তা নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন -  চকবাজারের আগুনে নিহতদের ২ লাখ টাকা করে দেবে সরকার

ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভানোর কাজে ছুটে আসে। আগুন নিয়ন্ত্রণের পর কয়েকজন নিখোঁজ ছিল বলেও জানা যায়।

এরপর একের পর এক লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। রাতে ডিউটি করে হোটেলের ওপর একটি রুমে তারা ঘুমাচ্ছিলেন। ফায়ার সার্ভিসের দায়িত্বশীল এক ব্যক্তি জানান, এ পর্যন্ত ছয়জন নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের লাশ উদ্ধারের তথ্য পাওয়া গেছে।