প্রচ্ছদ ›› অপরাধ

চিকিৎসক বুলবুল হত্যা: গ্রেপ্তার ৪, মোবাইল-ছুরি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
৩০ মার্চ ২০২২ ১৫:৩০:৩৭ | আপডেট: ৩ years আগে
চিকিৎসক বুলবুল হত্যা: গ্রেপ্তার ৪, মোবাইল-ছুরি উদ্ধার

রাজধানীতে দন্তচিকিৎসক আহমেদ মাহী বুলবুল হত্যায় জড়িত থাকার অভিযোগে ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে তাদের কাছ থেকে বুলবুলের মুঠোফোন ও তাকে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানায় ডিবি।

মঙ্গলবার রাতে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার ডিএমপির ডিবির মিরপুর বিভাগের উপকমিশনার মানস কুমার পোদ্দার এসব তথ্য জানান ।

রোববার ভোরে রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন বুলবুল। তিনি স্ত্রী ও দুই শিশুসন্তান নিয়ে মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি রংপুরের ভগিবালাপাড়ায়।

রাজধানীর মগবাজারে রংপুর ডেন্টাল নামে একটি চেম্বার খুলে চিকিৎসা দিচ্ছিলেন বুলবুল। এর বাইরে তিনি কয়েক বছর ধরে ঠিকাদারির কাজ করছিলেন।

নিহত চিকিৎসকের পারিবারিক সূত্রে জানা যায়, তার বাবা বীর মুক্তিযোদ্ধা আবদুস সামাদ ছিলেন সেনাসদস্য। তিনি ১৯৯৯ সালে মারা যান। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় বুলবুল। তিনি ১৯৯৭ সালে রংপুর উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৯৯ সালে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর ঢাকায় চলে যান। ঢাকার একটি বেসরকারি ডেন্টাল কলেজে পড়াশোনা করেন তিনি।