প্রচ্ছদ ›› অপরাধ

‘জঙ্গি সম্পৃক্ততায়’ পলাতক চার ছাত্রসহ গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক
০৬ অক্টোবর ২০২২ ১০:৩০:৩৯ | আপডেট: ২ years আগে
‘জঙ্গি সম্পৃক্ততায়’ পলাতক চার ছাত্রসহ গ্রেপ্তার ৭

‘জঙ্গি সম্পৃক্ততায়’ বাড়ি ছেড়ে পলাতক ৪ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ ছাড়া আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৩ আগস্ট কুমিল্লায় কলেজ পড়ুয়া চার শিক্ষার্থী কোচিংয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। এরপর নিখোঁজ হন আরও কয়েকজন। কুমিল্লা ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাড়ি ছেড়ে যাওয়া সাতজনকে ঢাকা ও তার আশপাশের এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

তাদের বিষয়ে আজ দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।