প্রচ্ছদ ›› অপরাধ

জমি বিরোধে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৪৪:০৩ | আপডেট: ৩ years আগে
জমি বিরোধে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার বেলা ১১টার দিকে শ্রীপুর ইউনিয়নের পাইকোটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাফেজ আহম্মেদ একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানা যায়, সম্পর্কে আব্দুল মালেক ও হাফিজ সৎ ভাই। জায়গা-জমির বিরোধের জের ধরে শুক্রবার সকালে স্থানীয় একটি চায়ের দোকানে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে দোকানের কাজে ব্যবহৃত ছুড়ি দিয়ে বড় ভাই মালেক ছোট ভাই হাফেজের মুখে, পেটে ও পিঠে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, ঘটনাটি প্রকাশ্যে দিবালোকে হয়েছে। আব্দুল মালেক হাফেজ আহম্মেদকে একাধিকবার ছুরিকাঘাত করেই পালিয়েছেন। তাকে আটক করতে পুলিশ কাজ করছে।