প্রচ্ছদ ›› অপরাধ

টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
০৮ জুন ২০২২ ০৯:৫৭:৩০ | আপডেট: ৩ years আগে
টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক
সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সাতাইশ রাজনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সুমন সরকার শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কাজীপাড়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে। তিনি সাতাইশ এলাকার মজিবুর কমিশনারের বাড়িতে ভাড়া থাকতেন।

টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ মন্ডল জানান, ওইদিন দুপুরে সাতাইশ রাজনগর এলাকায় খালে গোসল করাকে কেন্দ্র করে সুমনের ছোট ভাই শুভর সঙ্গে অন্য ছেলেদের কথা কাটাকাটি হয়। পরে বিকেল চারটার দিকে সুমন তার আরও দুই ভাইকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা সুমনকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ সুমনকে আটক করে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, অস্ত্রসহ আটক সুমনকে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।