প্রচ্ছদ ›› অপরাধ

টিএসসির ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ঢাবি প্রতিনিধি
২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:১৮:৫২ | আপডেট: ৯ মাস আগে
টিএসসির ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির ফুটপাত থেকে (কন্যা) নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক একদিন। বৃহস্পতিবার দুপুরে নবজাতকটির মরদেহ উদ্ধার করা হয়।

শাহবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা দুপুরে খবর পেয়ে ঢাবির টিএসসি চত্বর এলাকার ফুটপাত থেকে সাদা ব্যাগে লাল কাপড়ে মোড়ানো ওই নবজাতকের মরদেহ উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে দুপুর দেড়টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে মরদেহটি পাঠানো হয়েছে। তবে কে বা কারা মৃত নবজাতকটিকে ফেলে গেছে তা এখনো জানা যায়নি।