রাজধানীর ফার্মগেটে টিপ পরা নিয়ে এক শিক্ষিকাকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য নাজমুল তারেককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে বরখাস্তের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
ভুক্তভোগী ওই নারী তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক। ওই শিক্ষিকার অভিযোগ, হেঁটে কলেজে যাওয়ার সময় পাশ থেকে পুলিশের পোশাক পরিহিত মোটরসাইকেলে থাকা মধ্যবয়সী এক ব্যক্তি তাকে ‘টিপ পরছোস কেন’ বলে গালি দেয়। প্রতিবাদ জানালে এক পর্যায়ে তার পায়ের ওপর দিয়ে বাইক চালিয়ে চলে যান সেই ব্যক্তি।
ঘটনার প্রতিবাদ করায় তাকে ওই পুলিশ সদস্য হুমকি দিয়েছেন বলে অভিযোগ জানিয়েছেন ওই নারী।
এদিকে বিষয়টি গণমাধ্যমে আসার পর মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের তুমুল সমালোচনার মুখে পড়ে পুলিশের পোশাক পরিহিত ব্যক্তির এই কাণ্ড। অনেকে আবার পুলিশ বাহিনীকে কটাক্ষ করে পোস্ট দিচ্ছেন ফেসবুকে।