প্রচ্ছদ ›› অপরাধ

টিপকাণ্ড: ঢাকার পর সিলেটে আরেক পুলিশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
০৫ এপ্রিল ২০২২ ১০:০২:০২ | আপডেট: ৩ years আগে
টিপকাণ্ড: ঢাকার পর সিলেটে আরেক পুলিশ প্রত্যাহার

টিপকাণ্ড নিয়ে সারাদেশে যখন তোলপাড়, সাময়িক বরখাস্ত করা হয়েছে ঢাকার অভিযুক্ত কনস্টেবলকে, ঠিক তখন এর রেশ কাটার আগেই সিলেটে নারীর পোষাক নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেছেন সিলেট জেলা পুলিশের আদালত পরিদর্শক লিয়াকত আলী।

টিপকাণ্ড নিয়ে প্রতিবাদকারী পুরুষদের সমালোচনা করেও আপত্তিকর ফেসবুক পোস্ট দেন তিন। এ অভিযোগে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একইসঙ্গে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে ওই কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

লিয়াকত আলীকে ক্লোজড ও তদন্ত কমিটির বিষয়টি সোমবার রাত ১১টার দিকে নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

জানা গেছে, ক্লোজড হওয়া লিয়াকত আলী সিলেট জেলা কোর্ট পুলিশের পরিদর্শকের দায়িত্বে ছিলেন। সোমবার টিপকাণ্ড ও এর প্রতিবাদে সরব পুরুষদের নিয়ে তিনি ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেন। যদিও লিয়াকত আলী সেটি ডিলিট করে দেন, তবে এর আগেই তার স্ট্যাটাসের স্ক্রিনশট ফেসবুকে ভাইরাল হয়ে যায়।