প্রচ্ছদ ›› অপরাধ

টিপকাণ্ডের সেই ‘পুলিশ সদস্য’ শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
০৪ এপ্রিল ২০২২ ১২:১৯:০৫ | আপডেট: ৩ years আগে
টিপকাণ্ডের সেই ‘পুলিশ সদস্য’ শনাক্ত

কপালে টিপ পরা নিয়ে শিক্ষিকাকে গালি দেয়া সেই ‘পুলিশ সদস্য’কে শনাক্ত করা হয়েছে। তিনি একজন কনস্টেবল, নাম নাজমুল তারেক। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিপ্লব কুমার বলেন, “ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে ওই পুলিশ সদস্যকে চিহ্নিত করেছি আমরা। শিক্ষিকা যে জিডি করেছিলেন, তার যথাযথ তদন্ত হবে।”

শনিবার কলেজে যাওয়ার পথে হেনস্তার শিকার হন তেজগাঁও কলেজের প্রভাষক ড. লতা সমাদ্দার।

তিনি অভিযোগ করেন, “হেঁটে কলেজে যাওয়ার সময় পাশ থেকে মধ্যবয়সী, লম্বা একজন ‘টিপ পরছোস কেন’ বলে তাকে বাজে গালি দেন। ওই ব্যক্তির গায়ে পুলিশের পোশাক ছিল। ঘটনার প্রতিবাদ জানালে এক পর্যায়ে তার পায়ের ওপর দিয়েই বাইক চালিয়ে চলে যান সেই ব্যক্তি।”

পরে এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করছেন অনেকেই। টিপ পরা ছবি পোস্ট করে প্রতিবাদও জানাচ্ছেন।