প্রচ্ছদ ›› অপরাধ

টিপু ও কলেজছাত্রী খুনে শ্যুটার মাসুম ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
২৮ মার্চ ২০২২ ১৫:২৯:১৯ | আপডেট: ৩ years আগে
টিপু ও কলেজছাত্রী খুনে শ্যুটার মাসুম ৭ দিনের রিমান্ডে

রাজধানীর শাহজানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী প্রীতিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার শ্যুটার মো. মাসুম ওরফে আকাশের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মাসুমকে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১৫ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।

শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরে ইসলামিয়া হাসপাতালের সামনে দুর্বৃত্তের গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এবং প্রীতি নামে রিকশা আরোহী এক কলেজছাত্রী। এ ঘটনায় টিপুর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় মাসুমকে গ্রেপ্তারের পর ডিবি জানায়, আগের একাধিক মামলা থেকে অব্যাহতি ও বাড়তি সুবিধা দেয়ার আশ্বাসে আওয়ামী লীগ নেতা টিপুকে হত্যার কন্ট্রাক্ট নেয় গ্রেপ্তার মাসুম।