স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতির খুনিরা যেই হোক, তাদের কাউকে ছাড় দেয়া হবে না। প্রত্যেককে দ্রুত গ্রেপ্তার করা হবে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির নিজ বাসায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। তাতে সে যেই হোক। আশা করি, শীঘ্রই হত্যাকারীরা ধরা পড়বে।
তিনি বলেন, এ ঘটনায় কেউ কলকাঠি নাড়লে, তাদেরকেও আইনের আওতায় আনা হবে। এ নিয়ে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। খুনি যেই হোক, তাকে ধরা পড়তেই হবে।
বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুর মানামা ভবনের সামনে পৌঁছামাত্র দুর্বৃত্তরা টিপুর ওপর হামলা করে। তাকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি চালায়।
এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে টিপু ও রিকশা আরোহী সামিয়া আফনান প্রীতি (২২) নামে এক কলেজছাত্রী নিহত হন। আর গুলিতে আহত হন টিপুর গাড়িচালক মনির হোসেন মুন্না (৩২)।