ছিনতাইয়ে বাধা দেয়ায় দন্তচিকিৎসক ডা. আহমেদ মাহী বুলবুলকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা মুঠোফোন নিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুলবুল হত্যাকাণ্ডের ঘটনায় ৪ পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তারের বিষয়ে বুধবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) একেএম হাফিজ আক্তার।
এর আগে বুধবার ভোরে রাজধানীর মিরপুর ও সাভারের কাউন্দিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. রায়হান ওরফে সোহেল আপন (২৭), রাসেল হোসেন হাওলাদার (২৫), আরিয়ান খান হৃদয় (২৩) ও সোলায়মান (২৩)।
একেএম হাফিজ আক্তার জানান, গ্রেপ্তার চারজনই পেশাদার ছিনতাইকারী। আগেও ছিনতাইয়ের অভিযোগে রায়হান ও রাসেলকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কিছুদিন আগে জামিনে বেরিয়ে আবার ছিনতাইয়ে জড়িয়ে পড়েন তারা।
হাফিজ আক্তার আরও জানান, নিহত বুলবুল নোয়াখালী যেতে ভোর সোয়া পাঁচটায় শেওড়াপাড়ার বাসা থেকে বের হয়ে রিকশায় বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। তাকে কাজীপাড়ায় নির্মাণাধীন মেট্রোরেলের স্টেশনের নিচে পথরোধ করে ছিনতাইকারীরা। এ সময় ছিনতাইয়ে বাধা দেওয়ায় তাকে ছুরিকাঘাত করে মুঠোফোন নিয়ে পালিয়ে যায় তারা।