প্রচ্ছদ ›› অপরাধ

ডিএমপি কার্যালয়ের গেট থেকে জামায়াতের ৪ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক
২৯ মে ২০২৩ ১৯:৩৫:৫৪ | আপডেট: ১ year আগে
ডিএমপি কার্যালয়ের গেট থেকে জামায়াতের ৪ নেতা আটক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ের গেট থেকে জামায়াতের চার নেতাকে আটক করা হয়েছে। কর্মসূচি পালনে সহযোগিতা চেয়ে আবেদন জমা দিতে যাওয়ার সময় সোমবার দুপুরে তাদের আটক করা হয়।

আগামী ৫ জুনের কর্মসূচি পালনের সহযোগিতা চেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কার্যালয়ে আবেদন জমা দিতে যাচ্ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের এক প্রতিনিধি দল। তারা ডিএমপি কার্যালয়ের গেটে পৌঁছালে পুলিশ তাদের আটক করে। তাদেরকে মিন্টু রোডের গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

জামায়াতের ৪ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট ড. গোলাম রহমান ভুইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল বাতেন, সুপ্রিম কোর্ট বারের সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দীন ভুইয়া।

এদের মধ্যে সাইফুর রহমান জামায়াতের হাইকোর্ট শাখার সাধারণ সম্পাদক। অন্যদের পদবি জানা যায়নি।