প্রচ্ছদ ›› অপরাধ

ডিবি কার্যালয়ে হিরো আলম

নিজস্ব প্রতিবেদক
০১ এপ্রিল ২০২৩ ১৬:৫৬:৩৭ | আপডেট: ২ years আগে
ডিবি কার্যালয়ে হিরো আলম
আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

শনিবার বিকেল পৌনে ৪টার দিকে ডিবি সদস্যের ডাক পেয়ে হিরো আলম কার্যালয়ে যান।

বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের কার্যালয়ে আছেন বলে জানিয়েছেন হিরো আলমের বন্ধু লিমন।

জানা গেছে, ডিবি কার্যালয় থেকে বেরিয়ে হিরো আলম গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।

এদিকে, পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান দুবাইতে গড়েছিলেন স্বর্ণের দোকান। সেই দোকান উদ্বোধন করতে বাংলাদেশ থেকে ছুটে যান ক্রিকেটার সাকিব আল হাসান ও কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমসহ অনেকেই।

সেসময়ই ডিবির এই ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের জানান, তদন্তের স্বার্থে সাকিব আল হাসান ও হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।