প্রচ্ছদ ›› অপরাধ

ঢাকা মহানগর দায়রা জজকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর ২০২৩ ১৮:৫৯:২৩ | আপডেট: ১ year আগে
ঢাকা মহানগর দায়রা জজকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

ঢাকার মহানগর দায়রা জজ মো. আসাদুজ্জামানকে কাফনের কাপড় পাঠিয়ে মৃত্যুদণ্ডের হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছেন দৃস্কৃতিকারীরা। গত ১৭ সেপ্টেম্বর ডাকা যোগে এ চিঠি মহানগর দায়রা জজ আদালতে পৌঁছায়।

এ বিষয়ে ওইদিন রাজধানীর কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মহানগর দায়রা জজ আদালতের নাজির শাহ মো. মামুন।যা আজ রবিবার জানা গেছে।

নাজির শাহ মো. মামুন চিঠি পাওয়ার সত্যতা স্বীকার করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেছেন, গত ১৭ অক্টোবর সময় বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে ঢাকার মহানগর দায়রা দায়রা জজ আদালতের সেরেস্তায় দুটি চিঠি গৃহীত হয়। এর একটিতে লেখা ছিল- ‌‘প্রেরক জহির উদ্দিন, সাং-সাউদিয়া পার্ক সিটি, শেরপুর, বগুড়া। প্রাপক, মো. আসাদুজ্জামান মহানগর দায়রা জজ, কোর্ট কাচারি সদরঘাট, ঢাকা-১১০০।’

চিঠিতে আরও লেখা ছিল, ‘মহানগর দায়রা জজ, ঢাকা। শালা বাংলার যুব সমাজের আইকন তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানকে নাটকীয় রায় দিয়ে সাজা প্রদান করেছে। অপেক্ষায় থাক। মাত্র ২ টুকরা কাপড় একটা তোমার নিজের জন্য, অপরটা তোমার পরিবারের। দেখি সরকার তোমাকে কতদিন রক্ষা করে। দেশপ্রেমিক।’

অপর একটি চিঠিতে লেখা ছিল, ‘প্রেরক, হাতেম আলী সওদাগর, বরইতলী, সদর থানা, চট্টগ্রাম। প্রাপক মো. আছাদুজ্জামান, মহানগর দায়রা জজ, মহানগর দায়রা জজ আদালত, ঢাকা-১১০০।’

চিঠিতে আরও উল্লেখ ছিল, ‘বিসমিল্লাহীর রহমানির রাহীম। বাংলাদেশ জিন্দাবাদ। মাননীয় ভণ্ড বিচারক মো. আছাদুজ্জামান (মহানগর দায়রা জজ), ঢাকা। আপনি অন্যায়ভাবে তারেক রহমান ও জোবাইদা রহমানকে সাজা দিয়েছেন। আপনাকে আমরা মৃত্যুদণ্ড দিলাম। অচিরেই বিচার কার্যকর করব। বাংলার যুব সমাজ।’