প্রচ্ছদ ›› অপরাধ

ঢাবি’র ফুটপাতে মিললো দুই নবজাতকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক
১২ আগস্ট ২০২৩ ১৫:১৬:৫০ | আপডেট: ২ years আগে
ঢাবি’র ফুটপাতে মিললো দুই নবজাতকের মরদেহ

রাজধানীর শাহবাগ থানার আনন্দ বাজারের সামনে রাস্তা থেকে দুই ছেলে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন-অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার রাত ১১টার দিকে আমরা ত্রিপল নাইনের সংবাদ পেয়ে রাতে শাহবাগ থানাধীন আনন্দ বাজার সংলগ্ন ঢাবি'র একুশে হল সংলগ্ন আনোয়ার পাশা ভবনের সামনের ফুটপাতে ময়লা আর্বজনা থেকে পুরাতন লুঙ্গিতে পেঁচানো দুই নবজাতকের লাশ উদ্ধার করেছি।

তিনি বলেন, তাদের বয়স আনুমানিক একদিন হবে। দুইজনই পুত্র সন্তান। ধারণা করা হচ্ছে নবজাতক দুটি জমজ সন্তান।

লাশ দু’টি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।