প্রচ্ছদ ›› অপরাধ

দুবাইফেরত যাত্রীর শরীরে মিললো ৩২ স্বর্ণের বার

নিজস্ব প্রতিবেদক
২৩ মার্চ ২০২৩ ১৩:১২:৪৮ | আপডেট: ২ years আগে
দুবাইফেরত যাত্রীর শরীরে মিললো ৩২ স্বর্ণের বার

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর শরীর থেকে প্রায় পৌনে ৩ কেজি ওজনের ৩২টি স্বর্ণের বার উদ্ধার করেছে চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৬ ফ্লাইটে মোহাম্মদ জিয়াউদ্দিন নামে এক ব্যক্তি দুবাই থেকে বাংলাদেশে আসেন।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, উদ্ধার করা সোনার বারগুলোর ওজন ৩ কেজি ৭৩২ গ্রাম। এর বাজারমূল্য প্রায় ৩ কোটি ২১ লাখ টাকা।

আটক যাত্রীর নাম মোহাম্মদ জিয়াউদ্দিন

এই ঘটনায় যাত্রী জিয়াউদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সাইফুর রহমান।