প্রচ্ছদ ›› অপরাধ

দুর্নীতির অভিযোগে নর্থ সাউথের রেহেনা-বেনজীরকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক
০২ জানুয়ারি ২০২২ ১৬:৫৮:১৯ | আপডেট: ৩ years আগে
দুর্নীতির অভিযোগে নর্থ সাউথের রেহেনা-বেনজীরকে দুদকে তলব

দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ এর অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অর্থ আত্মসাত, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রেহেনা রহমান ও বেনজীর আহমেদকে মঙ্গলবার সকাল ১০টায় দুদকে তলব করা হয়েছে।

রোববার দুদকের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ২৯ শে ডিসেম্বর ২০২১ তারিখে দুদকের অনুসন্ধান টিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রেহেনা রহমান ও বেনজীর আহমেদকে ৪ জানুয়ারি সকাল ১০ টার দিকে দুদক তলব করেছেন।

এদিকে সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে দুদকের অনুসন্ধানের জন্য হস্তক্ষেপ কামনা করেন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন।

মানববন্ধনে সংস্থা নেতাকর্মীরা জানান, অবিলম্বে দুদকের তদন্ত কার্যক্রম দ্রুত শেষ করে সিন্ডিকেট ভেঙ্গে দোষীদের গ্রেপ্তারের দাবি করেন তারা।

এরপর গত বছরের ২২ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বলা হয়, বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য আজিম উদ্দিন, এমএ কাসেম, রেহানা রহমান, মোহাম্মদ শাহজাহান, বেনজীর আহমেদসহ বোর্ড অব ট্রাস্টির সিন্ডিকেটের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে তাদেরকে অব্যাহতি প্রদান, দেশত্যাগে নিষেধাজ্ঞা ও গ্রেপ্তারের দাবি জানানো হয়।