প্রচ্ছদ ›› অপরাধ

নাটোরে শিক্ষিকার লাশ উদ্ধার, কারাগারে স্বামী

টিবিপি ডেস্ক
১৫ আগস্ট ২০২২ ২২:০০:২৩ | আপডেট: ১ year আগে
নাটোরে শিক্ষিকার লাশ উদ্ধার, কারাগারে স্বামী

নাটোরে ভাইরাল হওয়া কলেজশিক্ষিকা খায়রুন নাহারের (৪২) লাশ উদ্ধারের ঘটনায় স্বামী মামুন হোসেনকে ৫৪ ধারায় গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোসলেম উদ্দীন এ আদেশ দেন।

নিহত শিক্ষকের চাচাতো ভাই ছবের উদ্দিন বাদি হয়ে রোববার রাতে সদর থানায় একটি অপমৃত্যু মামলা করেন। মামলায় কাউকে অভিযুক্ত করা হয়নি।

পরে খায়রুন নাহারের স্বামী মামুন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য সদর থানায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে মামুনকে আদালতে হাজির করা হয়।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, খুবজিপুর কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক খাইরুন নাহার ও মামুনের বিয়ের বিষয়টি দেশে ভাইরাল একটা ঘটনা। ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

জানা যায়, ফেসবুকে পরিচয়ের সূত্রে ২২ বছরের কলেজছাত্র মামুনকে আট মাস আগে বিয়ে করে সংসার গড়েন খুবজীপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপিকা খাইরুন নাহার। তবে বিষয়টি সম্প্রতি গণমাধ্যমে প্রকাশ হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হয়। বিয়ের পর স্বামী মামুনের পরিবার থেকে মেনে নিলেও খাইরুন নাহারের পরিবার মেনে নেয়নি। পরে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা এলাকার পাটপাড়া গ্রাম থেকে গত মার্চ মাসে স্বামীকে নিয়ে নাটোর শহরের বলাড়ীপাড়া এলাকার নান্নু ম্যানশনের চারতলায় বাসা ভাড়ায় ওঠেন। কলেজ শিক্ষিকার পরিবারের দাবি, মামুনের কারণেই আজ এ পরিণতি খাইরুনের।