গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্যে এক নারীর বুকে লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
নারীর বুকে লাথি মেরে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভেঙে দেয়ার ঘটনা ঘটে তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী আবদুল মজিদ শ্রীপুর থানায় অভিযোগ দিয়েছেন। আসামিরা হলেন ওই গ্রামের মো. মাসুদ, রুমান, আরমান, রিপন, রফিক ও পলাশ।
বিষয়টি জানতে পেরে মঙ্গলবার কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনাটি সরেজমিন তদন্ত করছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জানা যায়, আবদুল মজিদের মেয়ে আকলিমা তার কেনা জমিতে বসতবাড়ি নির্মাণ করছেন। অভিযুক্তরা আকলিমাকে বাড়ি নির্মাণে বাধা দিয়ে আসছে। এক পর্যায়ে সোমবার দুপুরে অভিযুক্তরা নির্মাণাধীন বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির দেয়াল ভেঙে প্রায় ২ লাখ টাকার ক্ষতি করে। এ সময় আকলিমা ও তার মা বাধা দিতে গেলে হামলাকারীরা প্রকাশ্যে আকলিমার মা মনোয়ারার বুকে লাথি মেরে মাটিতে ফেলে দেন। নারীর বুকে লাথি মারার একটি ভিডিওটি মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।