প্রচ্ছদ ›› অপরাধ

পিকে হালদারের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য আসেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৫ মে ২০২২ ১৫:৩১:১০ | আপডেট: ৩ years আগে
পিকে হালদারের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য আসেনি: স্বরাষ্ট্রমন্ত্রী
সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার প্রশান্ত কুমার (পিকে) হালদারের বিষয়ে আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো তথ্য আসেনি।

রোববার জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘পিকে হালদার বাংলাদেশের ওয়ারেন্টেড ব্যক্তিত্ব। আমরা ইন্টারপোলের মাধ্যমে তাকে অনেক দিন ধরেই চাচ্ছিলাম। তিনি এখন গ্রেপ্তার হয়েছে আমাদের কাছে এখনও অফিশিয়ালি কোনো তথ্য দেশে আসেনি।’

পিকে হালদারকে দেশে ফেরানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তার বিষয়ে যা করবো আইনগতভাবেই করব এবং আইনগতভবেই তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন কর্তৃক মানি লন্ডারিং এবং অবৈধভাবে অর্জিত সম্পদ অর্জনের অভিযোগ আনার পর থেকে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদার পলাতক ছিলেন।

গত শনিবার পলাতক পিকে হালদার এবং তার দুই সহযোগীকে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী ডিরেক্টরেট অব এনফোর্সমেন্ট (ইডি)।