প্রচ্ছদ ›› অপরাধ

পুরোনা স্টিকারের উপরে নতুন মূল্য, বাটা’কে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
২০ এপ্রিল ২০২২ ১৯:২০:১৬ | আপডেট: ৩ years আগে
পুরোনা স্টিকারের উপরে নতুন মূল্য, বাটা’কে জরিমানা
সংগৃহীত

হবিগঞ্জে পুরোনা স্টিকারের উপরে নতুন করে অধিক মূল্যের স্টিকার লাগানোর দায়ে ‘বাটা’র শো-রুমকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে জেলায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা’র নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এ জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে দেবানন্দ সিনহা জানান, শহরের কালীবাড়ী সড়কে বাটা’র নিজস্ব শো-রুমে জুতার মূল্যের পুরোনা স্টিকারের উপরে নতুন করে অধিক মূল্যের স্টিকার লাগানোর অপরাধে তাদেরকে ৪০হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে হবিগঞ্জে র‌্যাব-৯-এর একটি টিম অংশগ্রহণ করে।