প্রচ্ছদ ›› অপরাধ

পুলিশের কব্জি বিচ্ছিন্নকারী কবির গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
২০ মে ২০২২ ১০:৫৩:৩৮ | আপডেট: ১ year আগে
পুলিশের কব্জি বিচ্ছিন্নকারী কবির গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার

অবশেষে গুলিবিদ্ধ অবস্থায় সহযোগীসহ পাহাড়ি এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন কর্তব্যরত পুলিশ সদস্যে কব্জি বিচ্ছিন্নের ঘটনার মূল আসামি কবির।

র‍্যাবের অভিযানে গুলিবিদ্ধ অবস্থায় তিনি গ্রেপ্তার হন। বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়েছে র‌্যাব।

এর আগে রোববার (১৫ মে) চট্টগ্রামের লোহাগাড়ায় আসামি ধরতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয় পুলিশ। এ সময় জনি খান নামে এক পুলিশ সদস্যের হাতের কব্জি কেটে নেয় সন্ত্রাসীরা। উপজেলার পদুয়া ইউনিয়নের লালারখীল গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রোববার রোববার (১৫ মে) সকালে ওই এলাকার ওয়ারেন্টভুক্ত কয়েকজন আসামিকে ধরতে মামলার বাদীসহ অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা সংঘবদ্ধভাবে তাদের ওপর দেশি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। তাদের হামলায় পুলিশ সদস্য মো. জনি খানের (২৮) বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় আহত হয় আরেক পুলিশ সদস্য শাহাদাত হোসেন (২৭) ও মামলার বাদী আবুল হোসেন কালু।