রাজধানীর গুলিস্তান এলাকায় পুলিশের জব্দ করা বাসের চাপায় এক যুক্তরাষ্ট্র প্রবাসীসহ দুই পথচারী নিহত হয়েছেন। আর এ ঘটনার সময় বাসটি চালাচ্ছিলেন পুলিশের এএসআই এমাদুল হক।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বৃহস্পতিবার রাতে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- যুক্তরাষ্ট্র প্রবাসী নারায়ণগঞ্জের শুকুর মাহমুদ বাবুল (৫৮) ও নগরীর জুরাইন এলাকার বাসিন্দা রাইসুল কবির তুষার (৩৫)। গতকাল দুপুর ৩টার দিকে শ্রাবণ ট্রান্সপোর্ট কোম্পানির ওই বাসের চাপায় দুজন নিহত হন।
দুর্ঘটনার পর তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক শুকুর মাহমুদকে পৌনে চারটায় মৃত ঘোষণা করেন। আর চিকিৎসাধীন অবস্থায় পৌনে ৬টায় মারা যান তুষার। তাদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহতদের পরিবারের পক্ষ থেকে এএসআই এমাদুলের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি সালাউদ্দিন। এএসআই এমাদুল সার্জেন্ট আহাদ পুলিশ বক্সে কর্মরত এবং এ মুহূর্তে তিনি পল্টন থানার হেফাজতে আছেন বলেও জানান ওসি।
তিনি বলেন, গুলিস্তানে শ্রাবণ বাসটির চালক বাসে চাবি রেখে পালিয়ে গিয়েছিল। তাই এমাদুল বাসটিকে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে সে আমাদের জানিয়েছে। এমাদুল আমাদের আরও জানিয়েছে যে কিছুদূর চালানোর পর বাসটি নিয়ন্ত্রণ হারায়। তখনই দুর্ঘটনা ঘটে।