প্রচ্ছদ ›› অপরাধ

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর ২০২২ ১৬:১৯:২৫ | আপডেট: ১ year আগে
ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে সরোয়ার শেখ (৩৫) নামের এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মামলায় অপর তিন আসামিকে খালাস দেয়া হয়।

সোমবার ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রদীপ কুমার রায় এই আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির ছিলেন।

সরোয়ার মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের আলগাপাড়া গ্রামের চুন্নু শেখের ছেলে। খালাসপ্রাপ্ত আসামিরা হলেন সরোয়ার শেখের মা ছাহেরা বেগম (৫৫), মামা ওবায়দুল শেখ (৪৫) ও আলিয়ার শেখ (৬০)।

মামলার বিবরণে জানা গেছে, উপজেলার বাগাট গ্রামের রাশেদ শেখের মেয়ে ফরিদা বেগমকে বিয়ে করেন সরোয়ার শেখ। ২০১৭ সালের ৬ জুলাই ফরিদার লাশ উদ্ধার করা হয়। প্রথমে বলা হয়- ফরিদা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পরে ময়নাতদন্তের রিপোর্টে ফরিদাকে গলাটিপে হত্যার আলামত পাওয়া যায়। এ ঘটনায় ১৯ ‍জুলাই ফরিদার মা মর্জিনা বেগম বাদী হয়ে মধুখালী থানায় মামলা দায়ের করেন।

মামলার পর্যবেক্ষণে বিচারক বলেন, ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে ভিকটিমকে গলাটিপে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করা হলো। অন্যদিকে আসামি ছাহেরা বেগম, মো. ওলিয়ার শেখ এবং ওবায়দুল শেখের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস প্রদান করা হলো।

আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নারায়ণ চন্দ্র দাস এবং রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট স্বপন পাল।