প্রচ্ছদ ›› অপরাধ

ফারদিন হত্যা মামলা ডিবিতে হস্তান্তর

ইউএনবি
১১ নভেম্বর ২০২২ ০৯:৩৫:২১ | আপডেট: ২ years আগে
ফারদিন হত্যা মামলা ডিবিতে হস্তান্তর
সংগৃহীত

বুয়েট ছাত্র ফারদিন নূর পরশ হত্যা মামলা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এখন মামলাটি ডিবি পুলিশ তদন্ত করবে।

ফারদিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের ৩য় বর্ষের ছাত্র এবং নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার কুতুবপুর এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার সকালে ফারদিনের বাবা কাজী নুর উদ্দিন রানা রামপুরা থানায় তার ছেলের বান্ধবী ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র আমাতুল্লাহ বুশরাসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।

বুশরাকে বৃহস্পতিবার ঢাকার বনশ্রীর বাসা থেকে গ্রেপ্তারের পর পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়।

নিখোঁজ হওয়ার তিন দিন পর ৭ নভেম্বর ফারদিনের লাশ সিদ্ধিরগঞ্জে একটি কটন মিলের পেছনে শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করে পুলিশ।

৮ নভেম্বর ময়নাতদন্ত করা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক শেখ ফরহাদ জানান, ফারদিনের মাথায় ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।