প্রচ্ছদ ›› অপরাধ

ফার্মগেটে পুলিশ সদস্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক
০২ জুলাই ২০২৩ ১১:৩০:১৭ | আপডেট: ২ years আগে
ফার্মগেটে পুলিশ সদস্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

রাজধানীর ফার্মগেটে ট্রাফিক কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার হত্যার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তেজগাঁও জোন। এর মধ্যে একজন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

রোববার পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে, কনস্টেবল নিহতের ঘটনায় গতকাল শনিবার রাতে তেজগাঁও থানায় মামলা দায়ের করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে রোববার সকালে তেজগাঁও থানার পরিদর্শক শাহ আলম বলেন, ‘অজ্ঞাত পরিচয়দের আসামি করে মামলা করা হয়েছে। মামলাটি তদন্ত চলছে।’

জানা যায়, শনিবার ভোর সোয়া চারটায় ফার্মগেট সেজান পয়েন্টের সামনে কনস্টেবল মনিরুজ্জামানকে ছুরিকাঘাত করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বলেন, ‘ঈদের ছুটি শেষে কাজে যোগ দিতে তেজগাঁও রেলস্টেশন থেকে পায়ে হেঁটে ট্রাফিক অফিসের দিকে যাওয়ার সময় হামলার শিকার হয়ে মনিরুজ্জামান তালুকদার ঘটনাস্থলে নিহত হন। তিনি তেজগাঁও ট্রাফিক বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি শেরপুর জেলায়।’

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) আজিমুল হক বলেন, ‘বিষয়টি ছিনতাই না অন্য কিছু তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।’