সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল একটি চক্র। প্রতারণার করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাঈদ নাসিরুল্লাহ।
তিনি বলেন, যাত্রাবাড়ি থানাধীন মাতুয়াইলের শরীফ পাড়া এলাকা থেকে শুক্রবার বিকালে আসামি শাহীন আলমকে (২৪) গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ টি মোবাইল ও ৩ টি সিম জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি শাহীন আলম কুড়িগ্রামের উলিপুর থানাধীন মিস্ত্রি পাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ বলেন, শাহীন ভুয়া আইডি খুলে ফেসবুকের বিভিন্ন গ্রুপে মেডিকেল ভর্তি পরীক্ষা ও ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন দেয়ার নামে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে প্রচারণা চালাতেন। পরে আগ্রহীদের থেকে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এমন অভিযোগের ভিত্তিতে এক ভুক্তভোগী রমনা থানায় একটি মামলা দায়ের করেন।
পরবর্তীতে আসামী শাহীনকে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা।