প্রচ্ছদ ›› অপরাধ

বন্ধন এক্সপ্রেস থেকে ভারতীয় ওষুধ-পণ্য জব্দ

ইউএনবি
১৫ সেপ্টেম্বর ২০২২ ১৯:৩৭:০১ | আপডেট: ১ year আগে
বন্ধন এক্সপ্রেস থেকে ভারতীয় ওষুধ-পণ্য জব্দ

খুলনা-কলকাতা রুটে চলাচলকারী বন্ধন এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১০ লাখ টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ, শাড়ি ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

বৃহস্পতিবার বিকালে শুল্ক ফাঁকি দিয়ে আনা এসব পণ্য ট্রেনে করে পাচার করা হচ্ছিল।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কলকাতা থেকে আগত 'বন্ধন এক্সপ্রেস' ট্রেনে করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য পাচার হচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দার একটি টিম বেনাপোল রেলস্টেশন টার্মিনাল এলাকায় ট্রেনে অভিযান চালিয়ে ভারতীয় সুরভীজর্দা, ক্লপ জি ফেস ক্রিম, ফেসওয়াশ, নিভিয়া সফট ক্রিম, আমদানি নিষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাবলেট, শাড়ি, সিল্ক সুতা জব্দ করা হয়েছে।

আটক করা পণ্য বেনাপোল শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে।

এ ঘটনায় একটি বিভাগীয় মামলা হয়েছে।