বরিশালে ভুয়া পুলিশ পরিচয়ধারী এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে শের-ই- বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের সামনে থেকে তাকে আটক করে পুলিশ।
আটক মো. জুম্মান (৩০) নগরীর ২৩ নং ওয়ার্ড টিয়াখালি ঠাকুরবাড়ি এলাকার মো. আব্দুল জলিল মুন্সির ছেলে।
কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জুম্মান শেবাচিম হাসপাতালের মেইন গেটে একটি ওয়াকিটকি সেট ও দুটি ভুয়া সাংবাদিকের আইডি কার্ড নিয়ে রোগীর স্বজনদের কাছ থেকে এবং ফুটপাতের দোকান থেকে টাকা আদায় করছিলো। এসময় সন্দেহ হলে স্থানীয় লোকজন বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে অবহিত করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য মেডিকেল পুলিশ কন্ট্রোল রুমে নিয়ে যায়। পরে থাকে থানায় নিয়ে যাওয়া হয়।
ওসি লোকমান হোসেন আরও জানান, আটক জুম্মান দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় ঘুরে পুলিশ পরিচয় দিয়ে লোকজনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করতো।
এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।