প্রচ্ছদ ›› অপরাধ

বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
১৪ এপ্রিল ২০২২ ২১:০৭:৪৫ | আপডেট: ৩ years আগে
বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
সংগৃহীত

রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুফতি শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার পহেলা বৈশাখের দিন কিশোরগঞ্জের ভৈরব থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

তিনি বলেন, শফিকুল ইসলামকে ঢাকায় আনা হচ্ছে। সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।