প্রচ্ছদ ›› অপরাধ

বাংলামোটরে যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
০৫ নভেম্বর ২০২৩ ১৯:৩০:৪৩ | আপডেট: ১ year আগে
বাংলামোটরে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর বাংলামোটরের প্রধান সড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়েই ফায়ার সার্ভিস সেখানে উপস্থিত হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বাংলামোটর মোড়ে পুলিশ বক্সের সামনে শাহবাগগামী একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

সন্ধ্যায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।