প্রচ্ছদ ›› অপরাধ

বান্দরবানে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৮

নিজস্ব প্রতিবেদক
০৭ এপ্রিল ২০২৩ ১৪:৪৮:৪৮ | আপডেট: ২ years আগে
বান্দরবানে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৮

বান্দরবানের রোয়াংছড়িতে দুই পক্ষের গোলাগুলিতে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

নিহতদের মধ্যে সাতজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- ভান দু বম, সাং খুম, সান ফির থাং বম, বয় রেম বম, জাহিম বম, লাল লিয়ান ঙাক বম ও লাল ঠা জার বম।

রোয়াছড়ি থানার এক নম্বর সদর ইউনিয়নের খামতাং পাড়া এলাকায় এ ঘটনায় ঘটেছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার রাত থেকে খামথাং পাড়া এলাকায় একটি সশস্ত্র গ্রুপ অবস্থান করছে; এমন সংবাদ পেয়ে অপর গ্রুপ তাদের ওপর হামলা চালায়। তাদের মধ্যে রাতভর গোলাগুলি হয়। আজ স্থানীয়রা মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে ৮ জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, খামতাম পাড়া এলাকা থেকে সামরিক পোশাক পরা ৮ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। কে বা কারা তাদের মেরেছে, তা জানা যায়নি। মরদেহগুলো কোন গ্রুপের, তাও বলা যাচ্ছে না।