প্রচ্ছদ ›› অপরাধ

বিএনপির সঙ্গে সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর ২০২৩ ১৭:২৫:০২ | আপডেট: ১ year আগে
বিএনপির সঙ্গে সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

বিএনপির সঙ্গে সংঘর্ষ চলাকালে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার বেলা ৪টা ১৫ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত পুলিশ সদস্যের পরিচয় এখনো জানা যায়নি। 

ঢামেকের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পথচারী, সাংবাদিক ও পুলিশসহ ৪০ জনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

আহতরা হলেন, নাসির(২৫), সুজন(২০), নওয়াব আলী(৬০) জাফর(৩০) কালাম (৫৫), আলামিন প্রধান (২৫), রাফিন (২২) মারুফ(৪৬) এবিএম রাজু(৪৫), হুমায়ুন কবির(৩৫) লিয়ন (২২) আকলিমা(৩৫) সজীব হোসেন(২৬) সালেক (৩০) সজীব ভূঁইয়া (৩০) সাংবাদিক রাফসান (৩০),সাংবাদিক মাসুম (৩২), বিল্লাল (২৫) রুবেল (২৫), কালাম(৩৮) নান্নু (৩৫), আকরাম (২০),মানিক(৩৫), রফিকুল ইসলাম (৩০) রাজু আহামেদ (৩৫) কবির(২৫) নয়ন (২৬) এমদাদুল (২৭) আনোয়ার (৪০),জমি (৩৪),হিয়া(২০) রাসেল (১৮)রোকসানা (৪২) রোমান(২৮) আরিন(৫২), পুলিশ সদস্য এএসআই সামাদ, নায়েক আব্দুর রাজ্জাক, পুলিশ কনস্টেবল আসাদুজ্জামান, কাইয়ুম ও আলী।

ডা. মো. আলাউদ্দিন বলেন, ‘আজ বেলা ১১টার পর থেকে বিকেল ৪টা পর্যন্ত আনুমানিক ৩৫ থেকে ৪০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা তাদের চিকিৎসা দিচ্ছি। অনেককে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। আহতদের হাতে, পায়ে, মাথায়সহ শরীরে বিভিন্ন স্থানে জখম, কাটা ও গুলিসহ বিভিন্ন ধরনের আহত হয়েছেন। আজ বিকেলের দিকে রোগীর চাপ বেড়ে গেছে। এ অবস্থায় এক সঙ্গে এতো বেশি রোগী আসায় তাদের চিকিৎসা দিতে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে।’