মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের স্বামী এ এস এম মঈন হাসানের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে।
শনিবার এ ঘটনায় ৬ জনকে আসামি করে সিংগাইর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
চার দিন আগে মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে সিঙ্গাইর উপজেলার বিন্নাডাঙ্গি এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানান মঈন হাসান।
ওই অভিযোগে মমতাজ বেগমের স্বামী নিরাপত্তহীনতায় রয়েছেন বলে উল্লেখ করেছেন।
তিনি জানান, কী কারণে তার গাড়িতে হামলা হয়েছে তা জানেন না। তবে যারা হামলা করেছেন তারা স্থানীয় লোকজন।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্যা জানান, সংসদ সদস্য মমতাজ বেগমের স্বামী এ এস এম মঈন হাসান তার ওপর হামলার ঘটনায় ২৬ আগস্ট একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।