প্রচ্ছদ ›› অপরাধ

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি নিজামুল হকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
১৫ জুন ২০২৩ ১৫:০৭:৩৩ | আপডেট: ২ years আগে
মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি নিজামুল হকের মৃত্যু
নিজামুল হক মিয়া। ছবি: সংগৃহীত

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি নিজামুল হক মিয়া (৭৬) মারা গেছেন। তিনি ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের কয়েদি ছিলেন।

বৃহস্পতিবার সকালে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিজামুল হককে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মো. সোলায়মান প্রধান বলেন, সকালে নিজামুল হক কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের অনুমতিতে সকাল ৬টা ৮ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) এর ডেপুটি জেলার সুভাস চন্দ্র বালা বলেন, মানবতাবিরোধী অপরাধে কারাবন্দী নিজামুল হককে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

নিজামুল হক গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সাধুহাটি গ্রামের বাসিন্দা।